হোম / রেসিপি / Rainbow effect milk shake

Photo of Rainbow effect milk shake by Tamsia Islam at BetterButter
420
7
0.0(1)
0

Rainbow effect milk shake

Jun-02-2018
Tamsia Islam
10 মিনিট
প্রস্তুতি সময়
15 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • ঠাণ্ডা।করা
  • ঠান্ডা পানীয়

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. ১০ স্কুপ ভ্যানিলা আইস ক্রিম
  2. ২.৫ কাপ ফুটিয়ে ফ্রিজ এ ঠান্ডা করা দুধ
  3. ১/২ কাপ উইপ্ড ক্রিম
  4. ৫টি জেল কালার যথা পিঙ্ক,পার্পল,ব্লু,টারকুঈজ্,ইয়েলো।
  5. সাজানোর জন্য মাল্টিকালার স্প্রিংকলেরস্
  6. কিছু আকাশি রঙের স্প্রিংকলেরস্

নির্দেশাবলী

  1. সর্বপ্রথমে দুটি কাচের জার নিয়ে তার মুখে অল্প করে উইপ্ড ক্রিম লেপে তার উপর আকাশি রং এর স্প্রিংকলেরস এর আস্তরণ লাগিয়ে জার দুটি প্রস্তত করব ।
  2. এই পর্যায়ে, মিক্সার জার এ দুই স্কুপ করে আইস ক্রিম ,১/২ কাপ দুধ ও যে কোনো একটি জেল কালার (১ফোটা) সহযোগে মিক্স করলাম ১.৫ মিনিট। অর্থাৎ একই ভাবে পাঁচ টি রং এর জন্য পদ্ধতি টি পাঁচ বার করবো।
  3. ৫ টি আলাদা রং এর মিল্ক শেক পেলাম যা ৫ টি আলাদা পাত্রে রাখলাম।
  4. এইবার জার দুটিতে প্রথমে পিঙ্ক কালার,,তারপর বেগুনি কালার, তারপর ব্লু কালার, তারপর টারকুঈজ্ কালার ও সবশেষে ইএলো কালারের মিল্ক শেক স্তরে স্তরে দিয়ে ভরে দেব।
  5. এরপর পাইপিং ব্যাগ এ উইপ্ড ক্রিম ভরে জার এর একেবারে উপরিভাগে এক রাউন্ড ক্রিম পাইপ করে দেব।ও ক্রিম এর ওপর কিছু মাল্টি কালার স্প্রিংকলেরস্ ছড়িয়ে, স্ট্র সহযোগে পরিবেশন করবো এই ঠান্ডা ঠান্ডা রেইনবো মিল্ক শেক।

রিভিউ (1)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
Moumita Malla
Jun-03-2018
Moumita Malla   Jun-03-2018

খুব ভালো

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার