হোম / রেসিপি / চিকেন মোমো

Photo of Chicken Momo by সোমা ভট্টাচার্য at BetterButter
325
5
0.0(0)
0

চিকেন মোমো

Jun-06-2018
সোমা ভট্টাচার্য
30 মিনিট
প্রস্তুতি সময়
30 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

চিকেন মোমো রেসিপির সম্বন্ধে

আমাদের অনেক র এ খুব পছন্দের খাবার । মাঝে মধ্যে হলে বেশ ভালোই হয় ।

রেসিপি ট্যাগ

  • ডিম ছাড়া
  • মধ্যম
  • প্রতিদিন
  • পশ্চিমবঙ্গ
  • ভাপে রাঁধা
  • স্ন‍্যাক্স
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 2

  1. ময়দা ১ কাপ
  2. নুন সামান্য
  3. সাদা তেল ২ টেবিলে চামচ
  4. সব রকম র সবজি কুচি ১/২ কাপ
  5. চিকেন কিমা ১/২ কাপ
  6. সোয়া সস ২ টেবিলে চামচ
  7. আজিনা মটোর ১/৪ চামচ
  8. ভিনিগার 1 চামচ

নির্দেশাবলী

  1. ময়দা তে অল্প নুন ও বেশি করে সাদা তেল র ময়ান দিয়া নরম করে মেখে কিছুক্ষন ঢাকা দিয়া রাখতে হবে ।
  2. চিকেন কিমা মিক্সি তে পেষ্ট করে নিতে হবে ।
  3. আবার কিমা পেস্ট টা ভিনিগার দিয়া কিছুক্ষন রাখতে হবে ।
  4. তারপর চিকেন র এক্সট্রা জল চিপে ফেলে দিতে হবে ।
  5. সব সবজি কুচি চিকেন পেস্ট নুন সোয়া সস আজিনা মটো্র সব ভালো করে মাখিয়ে নিতে হবে ।
  6. ময়দা ছোট ছোট লুচি র মতো পাতলা করে বেলে নিতে হবে ।
  7. তার মধ্যে চিকেন র পুর দিয়া মুখ টা পুটলি র মতো করে বন্ধ করতে হবে ।
  8. এক হাড়ি জল ফুট তে দিতে হবে।
  9. জল ফুটলে তার ওপর ঝাঁজরি বসিয়া তার মধ্যে তেল মাখিয়ে মোমো গুলো দিয়া ঢাকা দিতে হবে যেন বাষ্প বেরিয়ে যেতে না পারে ।
  10. 15 মিনিট পর মোমো রেডি।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার