হোম / রেসিপি / Chili capsicum soya

Photo of Chili capsicum soya by Malini Dutta at BetterButter
551
6
5.0(0)
0

Chili capsicum soya

Jul-04-2018
Malini Dutta
15 মিনিট
প্রস্তুতি সময়
15 মিনিট
রান্নার সময়
4 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

রেসিপি ট্যাগ

  • সহজ
  • আনুষঙ্গিক
  • কম ফ‍্যাট

উপকরণ পরিবেশন সংখ্যা: 4

  1. মিনি সোয়া nuggets ৭৫গ্রামঃ
  2. ক্যাপসিকাম বড় দের টা
  3. পেয়াঁজ একটা বড় dice করে কাটা
  4. রসুন এক টেবিল চামচ মতন
  5. আদা এক টেবিল চামচ মতন
  6. টমেটো একটা মাঝারি
  7. টমেটো সস দুই টেবিল চামচ মতন
  8. সোয়া সস দের টেবিল চামচ মতন
  9. চিলি সস ১ টেবিলে চামচ বা যে যেমন ঝাল খেতে চান
  10. কাঁচা লঙ্কা একটা বড় কুচনো
  11. ভিনিগার এক চা চামচ
  12. নুন আর মিষ্টি আন্দাজমত
  13. corn flour ১ চা চামচ
  14. সাদা তেল ২ ১/২ টেবিল চামচ

নির্দেশাবলী

  1. প্রথমে সোয়া nuggets গুলো কে সেদ্ধ করে নিতে হবে।
  2. ক্যাপসিকাম আর পেয়াঁজ গুলো dice করে কেটে নিতে হবে।
  3. তারপর কড়াইতে সাদা তেল দিয়ে দিতে হবে সাথে তেল টা গরম হতেই প্রথমে ক্যাপসিকাম কাটা টা দিয়ে ভাজতে হবে যতক্ষন না ক্যাপসিকাম গুলো একটু transparent মতন হয় আসে।
  4. এর পর ওই তেলেই ক্যাপসিকাম ভাজা টা নামিয়ে রেখে পেয়াঁজ কুচি গুলো দিয়ে ভাজতে হবে হালকা transparent হওয়া পর্যন্ত।
  5. এই বার ওয়ে পেয়াঁজ মধ্যে প্রথমে সোয়া সস দিয়ে নাড়তে হবে তারপর টম্যাটো আর চিলি সস টা দিয়ে নাড়তে হবে কিছুক্ষণ।
  6. তারপর ভিনিগার টা আর নুন মিষ্টি পরিমান মতন দিয়ে এবার তার মধ্যে ক্যাপসিকাম আর সোয়া nuggets গুলো ছেড়ে দিয়ে একটু নেরে ঢাকা দিয়ে হালকা আঁচে ফোটাতে হবে।
  7. এবার ৪-৫ মিনিট পর ঢাকা খুলে দুই টেবিল চামচ জলে গুলে রাখা corn flour টা দিয়ে নেড়ে নিতে হবে।
  8. ব্যস হয় গেল তৈরি চিলি ক্যাপসিকাম সোয়া। সাদা ভাত fried rice বা রুটি যা কিছু সাথেই জমে যাবে।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন

একইরকম রেসিপি

A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার