Open in app

মৌরলা সুন্দরী

0পর্যালোচনা
রেটিং দিন!
প্র সময়  15 min
রান্নার সময়  15 min
পরিবেশন করা  4 people
Dustu Biswas8th Jul 2018
 • মৌরলা মাছ ২০০গ্ৰাম
 • টমেটো ২টো
 • সরষের তেল ৪টেবিল চামচ
 • নুন স্বাদমতো
 • কালোজিরে ১চিমটে
 • মেথি ১চিমটে
 • হলুদ গুঁড়ো ২চামচ
 • ধনেপাতা কুচি হাফকাপ
 • লাল লঙ্কাগুঁড়ো ১টেবিলচামচ
 1. মৌরলা মাছ কেটে নিয়ে নুন মাখিয়ে ভালো করে ধুয়ে নুন,হলুদ মাখিয়ে রাখতে হবে।
 2. টমেটো ছোট ছোট টুকরো করে নিতে হবে।
 3. কড়াইতে প্রথমে ১টেবিল চামচ সরষের তেল দিয়ে তেল ভালো ভাবে গরম হলে মাছগুলো দিতে হবে।
 4. কড়াইয়ের দুধার ধরে সাবধানে উল্টে একটুক্ষণ রেখে সাঁতলানো মাছ নামিয়ে নিতে হবে।
 5. এবার বাকি তেল ঢেলে তাতে কালোজিরে, মেথি ফোঁড়ন দিয়ে টমেটো কুচি দিতে হবে।
 6. একটু নুন দিয়ে মজিয়ে নিয়ে এতে ১টেবিলচামচ লাল লঙ্কাগুঁড়ো দিতে হবে। বেশ করে কষে নিয়ে মাছগুলো দিতে হবে।
 7. নুন হলুদ মাখানো মাছের বাটি ধুয়ে হাফকাপ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে। অল্প ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে এই সময়ে।
 8. ঝোল টেনে একদম শুকনো হলেআরো কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
 9. গরম ভাতের সঙ্গে আমোদিত হয়ে খেতে হবে।

No reviews yet.

 • মৌরলা রসা

  7 likes
 • চিলি মৌরলা

  7 likes
 • পটল সুন্দরী

  6 likes
 • বেল সুন্দরী

  5 likes
 • বেল সুন্দরী

  5 likes
 • সুন্দরী কমলা

  10 likes