Open in app

কমলা লেবুর আইস ক্রিম

1পর্যালোচনা
রেটিং দিন!
প্র সময়  20 min
রান্নার সময়  25 min
পরিবেশন করা  10 people
Anupama Paul21st Mar 2018
 • 10টি কমলা লেবু
 • 250মিলিগ্রাম হুইপড ক্রিম
 • 200মিলিগ্রাম ফ্রেস ক্রিম
 • 1/4 কাপ গুঁড়ো চিনি
 • 1/2 চা চামচ লেমন জেস্ট
 • 1/2 চা চামচ অরেজ্ঞ জেস্ট
 • 1 চা চামচ পাতিলেবুর রস
 • 2-3 টি কমলা লেবুর রস
 1. প্রথমে সবকটা কমলা লেবুর ভিতর থেকে শাঁস বার করে নিতে হবে।
 2. এরপর 2-3 কমলা লেবুর রস বার করে নিতে হবে।
 3. তারপর হুইপড ক্রিম,ফ্রেস ক্রিম আর গুঁড়ো চিনি একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
 4. এরপর ওর মধ্যে কমলা লেবুর রস,অরেজ্ঞ জেস্ট,লেমন জেস্ট,পাতিলেবুর রস সব একসাথে মিশিয়ে নিতে হবে।
 5. এরপর মিশ্রনটা কমলা লেবুর খোলার মধ্যে ভরে সারারাত ফ্রিজে রেখে দিলেই তৈরী কমলা লেবুর আইস ক্রিম।

Shipra Kundu5 months ago

বাহ!
 • আম আইস ক্রিম

  3 likes
 • আইস ক্রিম জুস

  3 likes
 • কমলা লেবুর জুস

  5 likes
 • কফি উইত আইস ক্রিম

  4 likes
 • নলেন গুড়ের আইস ক্রিম

  6 likes
 • রুহআফজা উইত আইস ক্রিম

  4 likes