হোম / রেসিপি / ধনিয়া চিকেন

Photo of Dhania chicken by Jhuma Chatterjee at BetterButter
337
4
0.0(0)
0

ধনিয়া চিকেন

Mar-30-2018
Jhuma Chatterjee
10 মিনিট
প্রস্তুতি সময়
30 মিনিট
রান্নার সময়
3 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ধনিয়া চিকেন রেসিপির সম্বন্ধে

ভাত বা রুটির সাথে খাবার মতো একটি পদ

রেসিপি ট্যাগ

  • আমিষ
  • সহজ
  • প্রধান খাবার

উপকরণ পরিবেশন সংখ্যা: 3

  1. চিকেন ২৫০ গ্রা
  2. ধনে পাতা ১ আঁটি
  3. কাঁচা লঙ্কা ২/৪ টে
  4. পেঁয়াজ ২ টো
  5. আদা রসুন বাটা ১ চামচ
  6. নুন
  7. লঙ্কা গুড়ো ১/২ চামচ
  8. গোটা গরম মশলা ২ টো করে ( ছোটো এলাচ,লবঙ্গ,দারচিনি)
  9. টক দই ৩ চামচ
  10. ধনে গুড়ো ১ চামচ
  11. সাদা তেল ৩ পলা

নির্দেশাবলী

  1. ১ সাদা তেল গরম করে তাতে গোটা গরম মশলা দিতে হবে
  2. ২ এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে অল্প নুন আর চিনি দিয়ে নাড়তে হবে
  3. ৩ এবার চিকেন টা দিয়ে আবারো নাড়তে হবে
  4. ৪ এবার ধনে পাতা পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা দিয়ে নাড়তে হবে।
  5. ৫ এবার এতে আদা রসুন বাটা মেশাতে হবে
  6. ৬ এবার টক দই যেটা নুন লঙ্কা গুড়ো ধনে গুড়ো দিয়ে ফেটানো সেটা দিয়ে ভালো করে কষাতে হবে।
  7. ৭ এতে কোনো জল দেবার দরকার নেই
  8. ৮ চিকেন সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার