হোম / রেসিপি / ওয়েট লস কোল্ড লেমন টি।

Photo of Cold ginger lemon tea. by Ami Priyanka at BetterButter
386
3
0.0(0)
0

ওয়েট লস কোল্ড লেমন টি।

May-25-2018
Ami Priyanka
5 মিনিট
প্রস্তুতি সময়
8 মিনিট
রান্নার সময়
1 জন
পরিবেশন সংখ্যা
নির্দেশাবলী দেখুন পরের জন্য সংরক্ষিত

ওয়েট লস কোল্ড লেমন টি। রেসিপির সম্বন্ধে

খুব গরমে এমন একটা চা খেলে মনটা ফ্রেশ হয়ে যায়।এছাড়া শরীরের জন্যে খুব উপকারী।এটি ওজন কমাতে সাহায্য করে।

রেসিপি ট্যাগ

  • ঠান্ডা করা
  • ঠান্ডা পানীয়
  • স্বাস্থ্যকর

উপকরণ পরিবেশন সংখ্যা: 1

  1. পাতা চা দুই চিমটা।
  2. লেমন জুস দুই চামচ।
  3. জল এক কাপ।
  4. আদা কুচি হাফ চামচ
  5. মধু এক চামচ।
  6. দারচিনি দুটো টুকরো।
  7. বরফ কুচি দুটো।
  8. আদার স্লাইস দুটি।

নির্দেশাবলী

  1. প্রথমে জল এ আদা ও দারচিনি দিয়ে ভালো করে ফুটিয়েছি।
  2. তারপর জল এ চা পাতা দিয়েছি।
  3. তারপর চা টা রুম টেমপারেচরে ঠান্ডা করেছি।
  4. এবার যে কাপ এ পরিবেশন করবো সেটা নিয়েছি।
  5. ওই কাপ এ চা ঢেলেছি।
  6. লেবুর রস দিয়েছি।
  7. মধু দিয়ে চামচ দিয়ে নেড়ে দিয়েছি।
  8. দুটো বরফ ওর মদ্দে দিয়েছি।
  9. উপরে আদর টুকরো ও লেবুর স্লাইস দিয়ে সাজালেই রেডি।

রিভিউ (0)  

আপনি এই রেসিপিটি কীভাবে রেট করবেন? আপনার রিভিউ জমা দেওয়ার আগে দয়া করে একটি রেটিং যোগ করুন।

রিভিউ জমা দিন
A password link has been sent to your mail. Please check your mail.
Close
শেয়ার