வீடு / சமையல் குறிப்பு / মশলা আইস মিল্ক টি।

Photo of Mosala Ice Milk Tea. by Ami Priyanka at BetterButter
284
3
0.0(0)
0

মশলা আইস মিল্ক টি।

May-28-2018
Ami Priyanka
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

মশলা আইস মিল্ক টি। செய்முறை பற்றி

মশলা আইস মিল্ক টি গরমের দিনে দারুন লাগে।খেতেও বেশ টেস্টি।

செய்முறை டாக்ஸ்

  • পশ্চিমবঙ্গ
  • ঠান্ডা পানীয়

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. দারুচিনি টুকরো দুটি
  2. এলাচ দুটি
  3. চিনি দুই চামচ
  4. আদা কুচি হাফ চামচ
  5. চা পাতা দেড় চামচ
  6. বরফ টুকরো পাঁচ টা
  7. আমূল লিকুইড মিল্ক হাফ কাপ।
  8. জল এক কাপ
  9. একটা বড়ো দারচিনির বড়ো স্টিক।

வழிமுறைகள்

  1. প্রথমে এক কাপ জল বসিয়েছি।
  2. জল একটু গরম হলে এলাচ ভেঙে দিয়েছি
  3. লবঙ্গ ও দারচিনি দিয়েছি।
  4. আদা কুচি দিয়ে ভালো করে ফুটিয়েছি।
  5. এবার চা পাতা দিয়েছি
  6. চামচ দিয়ে নেড়ে চিনি দিয়েছি।
  7. চিনি ও আমূল লিকুইড মিল্ক দিয়েছি।
  8. আর একটু চা টা ফুটিয়েছি
  9. এবার গ্যাস অফ করে দিয়েছি।
  10. চা টা পুরো ঠান্ডা হলে একটা গ্লাস এ ঢেলেছি
  11. ওই ঢালা চায়ের উপরে তিন চার টা বরফ টুকরো দিয়েছি।
  12. চায়ের উপরে সাজানোর জন্যে একটা দারচিনির স্টিক দিয়েছি।
  13. ব্যাস রেডি মসলা আইস মিল্ক টি।
  14. এবার পরিবেশন করা যেতে পারে।

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்